সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ চেয়ে রিট

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ চেয়ে রিট

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ চেয়ে রিট

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে  স্থাপিত গ্রিক দেবী থেমিসের মূর্তি অপসারণ চেয়ে  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়েছে।
আজ রোববার জনস্বার্থে আইনজীবী আবুল কালাম আজাদের মাধ্যমে রিট আবেদনটি করেন বিশ্ববার্তা ২৪ ডটকম নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মুহম্মদ আরিফুর রহমান।
আবেদনে সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘মূর্তি’ অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়।
রিটে ধর্ম সচিব, আইন সচিব, গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও রেজিস্ট্রার, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে বিবাদী করা হয়েছে।
আবেদনের যুক্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী।
বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আর ইসলাম ধর্মে মূর্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা ছাড়া সুপ্রিম কোর্টের পাশেই জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে। এখানে মূর্তি স্থাপনের মাধ্যমে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। এছাড়াও সুপ্রীম কোর্ট নির্মানের মূল পরিকল্পনা ডিজাইনে এমন মূর্তি স্থাপনের বিষয়টি উল্লেখ্য নাই।
আবেদনে বলা হয়, ‘১৯৪৮ সালে সুপ্রিমকোর্ট স্থাপিত হয়। ন্যায় বিচারের প্রতিক হিসেবে ছিল দাঁড়িপাল্লা। বিগত ৬৮ বছর ধরে কেউ এর বিরুদ্ধে কোন প্রতিবাদ করেনি। ৬৮ বছর পর হঠাৎ করে ন্যায় বিচারের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার জায়গায় গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে কী ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটা জনগণের কাছে বোধগম্য নয়।’
আবেদনে আরোও বলা হয়, ‘সুপ্রিম কোর্টের পার্শ্বে জাতীয় ঈদগাহ্ ময়দান। সালাতে সালাম ফেরানোর সময় চোখে পড়ে গ্রিক দেবীর মূর্তি। মুসলমানগণ একত্ববাদে বিশ্বাস করেন। মূর্তি একত্ববাদের সাথে সাংঘর্ষিক। দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। এটা কিছুতেই মানতে পারছেন না তারা।’ তাই এই মূর্তি অপসারণ চাওয়া হয়েছে।
.
বিশ্ববার্তা/০৯ এপ্রিল ২০১৭/এবিএইচকে/এমএআর

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget