অশ্লীল সংবাদ প্রকাশ করায় দৈনিক রূপান্তর পত্রিকাকে আইনী নোটিশ
সম্প্রতি দৈনিক রূপান্তর পত্রিকায় প্রকাশিত একটি অশালীন ছবির জন্য দৈনিক রূপান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশককে সতর্ক করে আইনী নোটিশ পাঠানো হয়েছে।
গত ২২ জুন মুসলিম রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারীর পক্ষ থেকে এই আইনী নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, উক্ত পত্রিকাটিতে প্রকাশিত ছবিটি অত্যন্ত অশ্লীল। যা বাংলাদেশের সংস্কৃতির ধরণ এবং পারিবারিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এ ধরণের ছবি প্রকাশ করা নারীত্বের প্রতি কখনোই শ্রদ্ধাশীল নয়, বরং নারীদের গোপনীয় বিষয়ের অশ্লীল উপস্থাপন।
নোটিশে অশ্লীল ছবি প্রকাশের বিরুদ্ধে সংবিধানে উল্লিখিত ধারা উল্লেখ করে বলা হয়, এ ধরণের চিত্র প্রকাশ করা, ছাপানো, প্রচার করা বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে অশ্লীলচিত্র নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ২(খ) এর উল্লেখ করে বলা হয়, এ ধরণের চিত্র প্রকাশ করা, ছাপানো, প্রচার করা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরণের অশ্লীল ছবি প্রকাশ করে পত্রিকাটি বাংলাদেশের আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। তাই পত্রিকাটিকে অতিসত্বর এই ধরণের অশ্লীল চিত্রায়ন বন্ধ করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। ভবিষ্যতে এ ধরণের কাজের পুনরাবৃত্তি হবে না মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
নোটিশে আগামী ৩ দিনের মধ্যে রূপান্তরের সম্পাদক-প্রকাশককে ক্ষমা প্রার্থনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে। অনথ্যায় কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারী প্রদান করা হয়েছে।
লিংক- http://www.al-ihsan.net/view-post/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/5/%E0%A6%85%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6/147310

Post a Comment