রাজারবাগ দরবার শরীফ নিয়ে মানহানীকর কথা বলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আইনী নোটিশ

রাজারবাগ দরবার শরীফ নিয়ে মানহানীকর
কথা বলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আইনী নোটিশ
আল ইহসান ডেস্ক

পবিত্র রাজারবাগ দরবার শরীফ সম্পর্কে মানহানীকর বক্তব্য দেয়ার অপরাধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু বকর মুহম্মদ জাকারিয়াকে সতর্ক করে আইনী নোটিশ পাঠানো হয়েছে।

গতকাল ইয়াওমুল আহাদ (রোববার, ১ আগস্ট) দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকাদ্বয়ের নির্বাহী সম্পাদক মুফতি আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহর পক্ষ থেকে এই নোটিশটি প্রেরণ করা হয়।

নোটিশে বলা হয়, উল্লিখিত ব্যক্তি পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে মনগড়া, বিভ্রান্তিকর, দলিলবিহীন এবং শরীয়ত বিরোধী বক্তব্য দিয়েছে। অথচ পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম একটি রাষ্ট্রিয় ধর্মীয় উৎসব। বাংলাদেশ সরকার রাষ্ট্রিয়ভাবে উক্ত দিনটি উদযাপন করেন এবং সাধারণ ছুটির ঘোষণা করেছেন। পাশাপাশি পবিত্র দ্বীন ইসলামে উক্ত দিনটি খুশি প্রকাশ করা তথা ঈদ উদযাপন করার বিধান রয়েছে। উক্ত বিষয়ে ঢাকার রাজারবাগ দরবার শরীফ হইতে প্রকাশিত মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় দলিলভিত্তিক লিখনী প্রকাশ হয়েছে এবং উক্ত সাইয়্যিদুল আইয়াদ তথা ঈদে মীলদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়ে কিতাবও প্রকাশ করা হয়েছে।
উক্ত কিতাবাদীতে বিস্তারিত দলিল আদিল্লা থাকার পরও উক্ত বিষয়ে সম্পূর্ণ মনগড়া, বিভ্রান্তিকর, দলিলবিহীন বক্তব্য দিয়ে রাষ্ট্রিয় ধর্মীয় উৎসবের বিরোধিতা করা হয়েছে এবং পাশাপাশি পবিত্র দ্বীন ইসলামের একটি আমলকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যাহা সম্পূর্ণরূপে বেআইনী এবং দ্বীনি অনুভূতিতে চরম আঘাত দানের শামিল।

নোটিশে আরও বলা হয়েছে, যেহেতু রাজারবাগ দরবার শরীফ হইতে সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন এবং উদযাপন করা হয় উক্ত বিষয়ে রাজারবাগ দরবার শরীফ উনার সহিত কোন প্রকার যোগাযোগ না করে কিংবা উক্ত বিষয়ে কোন ব্যাখ্যা না চেয়ে মনগড়া বক্তব্য অনলাইনে প্রকাশ করা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ।

এতদ্বপ্রেক্ষিতে নোটিশে বলা হয়, সে তার প্রদত্ত দ্বীনি অনুভূতিতে আঘাতদানকারী, মনগড়া, বিভ্রান্তিমূলক উক্ত বক্তব্য প্রত্যাহার করে সঠিক তথ্য সম্পর্কে অবগত হয়ে সঠিক বিষয়টি প্রকাশ করবে। বিশেষভাবে উল্লেখ্য যে, ঢাকা রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে অনেক আগেই যে কোন প্রকার বক্তব্য কিংবা লিখনী বিষয়ে শর্ত সাপেক্ষে প্রকাশ্য বাহাছ করার ঘোষণা দেয়া আছে। তাই তাকে বাহাছ গ্রহণপূর্বক সঠিক দলিলাদি বিষয়ে অবহিত হতে বলা হয়।
লিংক- http://al-ihsan.net/view-post/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/5/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AB-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6/149918

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget