পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত শায়খ আলাইহিস সালাম উনার সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান করার দায়ে হবিগঞ্জের মাদরাসায়ে নূরে মদীনার পরিচালক নূরুল ইসলাম ওলীপুরীকে সতর্ক করে আইনী নোটিশ পাঠানো হয়েছে।

 পবিত্র রাজারবাগ দরবার শরীফ নিয়ে মানহানিকর বক্তব্য
দেয়ায় আইনী নোটিশ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত শায়খ আলাইহিস সালাম উনার সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান করার দায়ে হবিগঞ্জের মাদরাসায়ে নূরে মদীনার পরিচালক নূরুল ইসলাম ওলীপুরীকে সতর্ক করে আইনী নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার, ৩ আগস্ট) দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাতের নির্বাহী সম্পাদক মুফতি আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহর পক্ষ থেকে এই আইনী নোটিশ পাঠানো হয়।
নোটিশ থেকে জানা যায়, নোটিশগ্রহীতা ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার “ইলমে গায়েব”, “নূর” এবং “হাজির নাযির” সম্পর্কে মনগড়া, বিভ্রান্তিকর, দলিলবিহীন বক্তব্য পেশ করার সাথে সাথে, পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলইহিস সালাম উনার বিরুদ্ধে মিথ্যাচার ও বিষোদ্গার কররে অত্যন্ত আপত্তিজনক, অসম্মানজনক ও মানহানিকর বক্তব্য প্রচার করেছে।
তার এ ধরণের বক্তব্যের জবাবে নোটিশে বলা হয়েছে, পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি একজন সম্মানিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি পবিত্র দ্বীন ইসলাম প্রচারক, খেদমতগার এবং শায়েখ বা পীরে কামেল হিসেবে সুপরিচিত। তিনি নিজস্ব তত্ত্বাবধানে ও অর্থায়নে ইসলামের খেদমতের কেন্দ্রবিন্দু হিসেবে রাজধানী ঢাকায় “রাজারবাগ দরবার শরীফ” নামে একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন- যা বহুল প্রচারিত ও সমাদৃত। “রাজারবাগ দরবার শরীফ” উনার মাধ্যমে তিনি দ্বীন ইসলাম প্রচার, ইসলামী গবেষণামূলক কর্মকা- পরিচালনা, দুঃস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, দরিদ্র ও ইয়াতিমদের বিনামূল্যে ভরণপোষণ ও সুশিক্ষার ব্যবস্থাকরণ, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে দেশব্যাপী মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইয়াতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা ইত্যাদি সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।
তিনি বহু দ্বীনী বইপত্র ও পত্রিকার প্রকাশক। উনার পৃষ্ঠপোষকতায় জাতীয় দৈনিক পত্রিকা “আল ইহসান” ও মাসিক পত্রিকা “আল বাইয়্যিনাত” নিয়মিত প্রকাশিত হচ্ছে। এছাড়াও উনার দেশ ও বিদেশে বর্তমানে লক্ষ লক্ষ মুরীদ, ভক্ত-আশেকান, দোয়াপ্রার্থী রয়েছেন।
পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদায় প্রতিষ্ঠিত ইসলামী শরীয়ত সম্মত দ্বীনি পত্রিকা মাসিক আল বাইয়্যিনাত শরীফের একটি লিখনী নিয়ে নোটিশগ্রহীতা মিথ্যা, মনগড়া, আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেছে। সে উক্ত বিষয় নিয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে উক্ত বিষয়ের ব্যাপারে পবিত্র রাজারবাগ দরবার শরীফে ব্যাখ্যা চাইতে পারতো, কিংবা ঢাকার রাজারবাগ দরবার শরীফ হতে প্রকাশিত মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় “ইলমে গায়েব”, “নূর” এবং “হাজির নাযির” সম্পর্কে দলিলভিত্তিক লিখনী পাঠ করে উক্ত বিষয় সম্পর্কে অবগত হতে পারতো। কিন্তু এসব কিছুই না করে সে অনলাইনে ভুল, মনগড়া ব্যাখ্যা প্রদান করে পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম সম্পর্কে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেছে। তার এ ধরণের বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার, চরম আক্রমণাত্মক, বিদ্বেষমূলক ও চাতুর্যপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত দানের শামিল। 
বিশেষভাবে উল্লেখ্য যে, ঢাকা রাজারবাগ দরবার শরীফের পক্ষ হইতে বহু পূর্ব থেকেই যে কোন প্রকার বক্তব্য কিংবা লিখনী বিষয়ে শর্ত সাপেক্ষে প্রকাশ্য বাহাছ করবার ঘোষণা দেওয়া হয়েছে। তার উক্ত বাহাছ গ্রহণপূর্বক সঠিক দলিলাদি বিষয়ে অবহিত হওয়া আবশ্যক।
এতদ্বপ্রেক্ষিতে নোটিশে বলা হয়, নোটিশগ্রহীতা পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিরুদ্ধে মিথ্যা, মনগড়া, বিদ্বেষমূলক, ধর্মীয় অনুভুতিতে আঘাত দানকারী ও মানহানিকর বক্তব্য প্রদান করে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৮ ও ২৯ ধারায় অপরাধ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৮ ধারায় বলা হয়েছে: (১) যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করিবার বা উস্কানি প্রদানের অভিপ্রায়ে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান, যাহা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
 (২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদ-ে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদ-ে, বা উভয় দ-ে দ-িত হইবেন।
একই আইনের ২৯ ধারায় বলা হয়েছে: (১) যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করেন, তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদ-ে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদ-ে, বা উভয় দ-ে দ-িত হইবেন।
এমতাবস্থায় নোটিশ পাওয়ার ৭ (সাত) দিনের মধ্যে নোটিশগ্রহীতাকে প্রকাশ্য বাহাছ করার ঘোষণা গ্রহণ করার কথা বলা হয়েছে। অন্যথায় তার এ ধরণের বক্তব্য সম্বলিত ভিডিও মুছে দিয়ে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
লিংক- http://al-ihsan.net/view-post/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/5/%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AB-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6/149991

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget