নির্দিষ্ট স্থানে কুরবানী করতে বলায় ডিএনসিসি মেয়রকে
আইনী নোটিশ
সম্প্রতি ঢাকা উত্তর সিটি কপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “আগামী বছর কোরবানি জন্য পশু জবাই নির্দিষ্ট স্থানে করতে হবে। এজন্য যা যা করা দরকার তাই করা হবে।” পবিত্র কুরবানী নিয়ে মেয়রের এ ধরণের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে আইনী নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার, ২৫ জুলাই) মুসলিম রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহম্মদ মাহবুব আলমের পক্ষ থেকে এই আইনী নোটিশ পাঠানো হয়।
নোটিশে পবিত্র কুরবানীর গুরুত্ব-তাৎপর্য তুলে ধরে বলা হয়, পবিত্র ঈদুল আজহা মুসলমানগণের একটি দ্বীনি উৎসব এবং পশু কুরবানী একটি দ্বীনি ইবাদাত। পবিত্র ঈদুল আজহায় সাধ্যমতো পশু কুরবানী করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমগণের একটি ওয়াজিব (বাধ্যতামূলক) আমল।
এতদ্বপ্রেক্ষিতে নোটিশে বলা হয়, সহজভাবে পশু কুরবানী করতে পারা মুসলিমদের একটি নাগরিক অধিকার, সেই অধিকার প্রতিপালনে সহযোগিতা এবং নিশ্চিত করাই একজন মেয়রের গুরু দায়িত্ব। কিন্তু নির্দিষ্টস্থানে কুরবানী করা নিয়ে তার বক্তব্য মুসলমানদের দ্বীনি আচার অনুষ্ঠান প্রতিপালনের সাংবাধানিক অধিকার তথা সংবিধানের ৪১ অনুচ্ছেদে বর্নিত “ধর্ম পালনের মৌলিক অধিকারকে” ক্ষুণœ করার অপপ্রয়াস।
নোটিশে আরও বলা হয়, কুরবানী পরবর্তী সময়ে নিজ দায়িত্বে বর্জ্য অপসারনের দ্রুত ব্যবস্থা না করে এ ধরণের ঘোষণা দেয়া পবিত্র কুবানীকে নিরুৎসাহিত করার কৌশল মাত্র। সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদ্বীন ইসলাম, সুতরাং ইসলামী আক্বীদাসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের নাগরিক হিসেবে মুসলিমদের নিজ দ্বীন পালনের অধিকারও রয়েছে। অথচ বাংলাদেশের মুসলিমদেরকে তাদের সাংবিধানিক অধিকার পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘোষণা দিয়ে দ্বীনি অনুভূতিতে কঠোর আঘাত দেয়া হয়েছে।
মেয়রের এ ধরণের বক্তব্যের প্রেক্ষিতে নোটিশে বলা হয়, দেশজুড়ে পবিত্র কুরবানীর আয়োজন ও ব্যবস্থাপনাকে কঠিন ও প্রায় অসম্ভব করে তোলা, দেশে কুরবানীর স্থানের সংকোচনের প্রক্রিয়ার মাধ্যমে মুসলমানগণের পবিত্র দ্বীনি অধিকারে হস্তক্ষেপ এবং দ্বীনি অনুভূতিতে আঘাত।
লিংক- http://al-ihsan.net/view-post/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/5/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6/149597

Post a Comment