
পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শোভাযাত্রা পালনের নির্দেশ : হাইকোর্ট
ঢাকা : ১২ ই রবিউল আউয়াল শরীফ আগামী শনিবার পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে যেকোন ধরনের শোভাযাত্রা, মাহফিল পালনে পুলিশকে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতেও বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন।
রাজারবাগ দরবার শরীফ-এর পক্ষে সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান আদালতে নির্দেশনা চাইলে বিচারপতি সৈয়দ গোলাম দস্তগীর গাজী ও বিচারপতি আতাউর রহমান খানের আদালত আজ এ নির্দেশ দেন। নির্দেশনাটি ডিএমপিকে বলে দেয়ার জন্য এটর্নী জেনারেলকে বলে দেন আদালত ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মনজুরুল হক ও আইনজীবী তৈয়মুর আলম খন্দকার। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে বুধবার (২৯ নভেম্বর-২০১৭) ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শোভাযাত্রা কিংবা জশনে জুলুসের অনুমতি পুলিশ দিয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি’র রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, ‘আউটডোরে সভা-সমাবেশ করার কোনও অনুমতি কাউকে দেওয়া হয়নি। পোপ চলে যাওয়ার পর কেউ সভা-সমাবেশ করতে চাইলে করতে পারবেন।’
আইনজীবীদের শুনানি শেষ হলে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ বিষয়ে শুনানিতে অংশ নিতে আহ্বান জানান।
পরে অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থিত হলে আদালত তাকে বিষয়টি অবহিত করে বলেন, ‘আগামী ২ ডিসেম্বর পোপ দেশেই (ঢাকায়) থাকবেই। কিন্তু তারা ওই সময়ে শোভাযাত্রা করতে চায়।’
এসময় অ্যাটর্নি জেনারেল আদালতকে উদ্দেশ করে বলেন,‘এটি ধর্মীয় বিষয়। তারা শোভাযাত্রা করতেই পারে। কিন্তু যেখানে পোপের সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই জায়গাগুলো এড়িয়ে তারা শোভাযাত্রা করুক।’
এরপর আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে তারা যেন শোভাযাত্রা করতে পারে, সেই বিষয়টি ডিএমপিকে জানিয়ে দেবেন। আমরা এ বিষয়ে কোনও আদেশ দিতে চাই না।’
উত্তরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমি অবশ্যই বিষয়টি তাদের (ডিএমপি) জানিয়ে দেবো।’
পরে আইনজীবী তৈয়মুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, ‘পোপের আগমন উপলক্ষে ঢাকায় যেকোনও ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা এ সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন আদালতের নজরে এনেছি। আমি আদালতকে বলেছি, প্রয়োজনে পুলিশ ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে শোভাযাত্রার জন্য ভিন্ন রোডম্যাপ করে দিতে পারতো। কিন্তু পোপের আগমন উপলক্ষে ঢাকায় ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শোভাযাত্রা হবে না, এটা তো হতে পারে না। কেননা, সংবিধানের ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী শোভাযাত্রা করার অধিকার আমাদের রয়েছে। আদালত আমাদের বক্তব্য শুনেছেন।’
অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার জানান, এরপর আদালত বলেছেন, ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে শোভাযাত্রা করা যাবে। তবে পোপ ফ্রান্সিস যে নির্দিষ্ট এলাকায় সেদিন সমাবেশ করবেন, সেই এলাকা এড়িয়ে আমাদের শোভাযাত্রা করতে বলা হয়েছে।
.
বিশ্ববার্তা/বৃহস্পতিবার-৩০ নভেম্বর ২০১৭/এএরএইচ/এবিএইচকে
Post a Comment