বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে ভারতের হাইকমিশনারকে আইনি নোটিশ

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে ভারতের হাইকমিশনারকে আইনি নোটিশ

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে ভারতের হাইকমিশনারকে আইনি নোটিশ

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে বাংলা ভাষা অবমাননার অভিযোগে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে আজ এক আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত ১০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশে অনেকেই হিন্দি সিরিয়াল ও সিনেমা দেখেন বলে এদেশে ভাষাটির ভবিষ্যৎ উজ্জ্বল’।
এ কথার মাধ্যমে ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর আর্টিক্যাল ৪১ লঙ্ঘন হওয়ায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুল জলিলের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট মুহম্মদ আব্দুল হালিম আজ বৃহস্পতিবার রেজিষ্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান।
নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করার জন্য বলা হয়েছে। অন্যথায়, বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদে বর্ণিত ‘রাষ্ট্রভাষা বাংলা’কে অসম্মান ও ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর আর্টিক্যাল ৪১ লঙ্ঘঘনের দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে, বাংলাদেশ ডাক বিভাগের রেজিস্ট্রি রশিদ নং-১২৩ তারিখ : ২৫-০১-২০১৮ যোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget