মহানবীর (সা.) মানহানী রুখতে সর্বোচ্চ শাস্তি দাবি- যুব আনজুমানে আল বাইয়্যিনাত

 


যুব আনজুমানে আল বাইয়্যিনাত

মহানবীর (সা.) মানহানী রুখতে সর্বোচ্চ শাস্তি দাবি

 যুগান্তর রিপোর্ট 
 ৩০ নভেম্বর ২০২০, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ
2Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

মহানবীর (সা.) মানহানীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কার্যকরী শরিয়া আইন জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান দাবি জানিয়েছে যুব আনজুমানে আল বাইয়্যিনাত। পাশাপাশি এ বিষয়ে দ্রুত বিচারের জন্য পৃথক ট্রাইব্যুনাল ও শক্তিশালী মনিটরিং সেল গঠন করার দা?বি তাদের। জাতীয় প্রেস ক্লাবে রোববার সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। এ সময় যুব আনজুমানের সভাপতি মুহম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সাইয়্যিদ মুহম্মদ নূরুদ্দীন পলাশ, অর্থ সম্পাদক মুহম্মদ আবু বকর সিদ্দীক হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্রান্সের মতো নবী (সা.)-এর মানহানীকর ঘটনা ঘটলে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। জনগণের আবেগ-অনুভূতি ও দাবি-দাওয়ার বিষয়গুলো যথাস্থানে বা অভিযুক্ত রাষ্ট্রে পৌঁছে দিতে হবে।

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget