আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সম্পর্কে বিদ্বেষপূর্ণ ও বেআইনি মন্তব্য করায় লিগ্যাল নোটিশ

 

আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সম্পর্কে বিদ্বেষপূর্ণ ও বেআইনি মন্তব্য করায় লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সম্পর্কে বিদ্বেষপূর্ণ ও বেআইনি মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজশাহী কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ চিন্ময় কান্তি দাস এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরীকে সতর্ক করে পৃথক ২টি আইনী নোটিশ প্রেরণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার, ১৩ ডিসেম্বর) আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান মুহম্মদ মফিজুল ইসলামের পক্ষ থেকে ব্যারিষ্টার ওমর ফারুক এই নোটিশদ্বয় প্রেরণ করেন।
সম্প্রতি একটি অনলাইন মিডিয়ার প্রতিবেদনে চিন্ময় কান্তি দাস এবং ডা. ইহতেশামুল হক চৌধুরীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নোটিশে বলা হয়, উক্ত প্রতিবেদনে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সম্বন্ধে তার মূল্যায়ন অনভিপ্রেত, বিদ্বেষমূলক ও বেআইনি। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটেও মহামারী (মহা আকারে মারী বা মৃত্যু) আকার ধারণ করেনি। এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে বাংলাদেশে মৃতের সংখ্যা ৭ হাজারেরও কম। বাংলাদেশের সরকারের প্রচেষ্টা, জনগণের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সর্বোপরি মহান আল্লাহর রহমত - সব মিলিয়ে কোভিড-১৯ বাংলাদেশে একটি সাধারণ পর্যায়ের ফ্লু ছাড়া ভিন্ন কিছু নয়। 
নোটিশে চিন্ময় কান্তি দাসের ‘দেশদ্রোহী’ মন্তব্যের প্রতিবাদে বলা হয়, আসলে “দেশদ্রোহিতা” সম্বন্ধেও তার কোনো সঠিক জ্ঞান নেই। বাংলাদেশে প্রচলিত দ-বিধি, ১৮৬০-এর ১২৪(ক) ধারায় “দেশদ্রোহ”-এর সংজ্ঞা রয়েছে এবং আল মুতমাইন্নাহ হাসপাতাল সম্পর্কে তার কথিত অভিযোগ যদি সত্যও হয়, তবু আল মুতমাইন্নাহ হাসপাতাল কর্তৃপক্ষকে “দেশদ্রোহী” বলার কোনো আইনগত সুযোগ নেই, বরং তার এই ধরনের মন্তব্য সম্পূর্ণ বেআইনি।
অপর একটি নোটিশে একই প্রতিবেদনে ডা. ইহতেশামুল হক চৌধুরীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলা হয়, আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সিলগালা করে দেয়ার ব্যাপারে তার মন্তব্য সম্পূর্ণই বেআইনি, উস্কানিমূলক ও বিদ্বেষপ্রসূত। 


নোটিশে বর্তমান পরিস্থিতিতে আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতালের ভূমিকা তুলে ধরে বলা হয়, প্রকৃতপক্ষে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সুনামের সাথে চিকিৎসা সেবা দিচ্ছে এবং করোনা ইস্যুতে এই হাসপাতালটি দায়িত্বশীল ও আইনসম্মত ভূমিকা পালন করছে। সর্দি-কাশি-জ্বর নিয়ে অযথা আতংক না ছড়িয়ে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল জনগণকে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছে। এমন অবস্থায় তাদের উল্লেখিত মন্তব্যসমূহের কারণে জনমনে অহেতুক আতংক সৃষ্টি হতে পারে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির শিকার হতে পারেন। এই ধরনের ভুল, অতিরঞ্জিত ও বেআইনি মতামত তারা গণমাধ্যমে প্রদান করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। করোনা পরিস্থিতিতে গুজব কিংবা অতিরঞ্জিত তথ্য প্রকাশ না করার জন্য সরকারের তরফ থেকে বারবার আহবান জানানো হয়েছে। এই অবস্থায় অনলাইনে প্রকাশিত তাদের মন্তব্যসমূহ আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সম্বন্ধে জনমনে জঘন্য ধারণা তৈরি করতে পারে। তাছাড়া করোনাভাইরাস নিয়েও তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বাংলাদেশে প্রচলিত “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮”-এর ২৬ ধারা অনুযায়ী “সংক্রামক রোগ সম্পর্কে সঠিক তথ্য জ্ঞাত থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রদান” করাটা একটি দ-নীয় অপরাধ।
নোটিশে আরও বলা হয়, মানবসেবার উদ্দেশ্যে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে। দেশের বর্তমান অবস্থায় তাদের এ ধরণের মন্তব্যসমূহ উক্ত আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল সম্পর্কে যে জঘন্য ধারণা তৈরি করতে চেয়েছে, তা অনভিপ্রেত, বিদ্বেষমূলক ও বেআইনি। এমতাবস্থায় নোটিশ পাওয়ার পর- সুস্পষ্ট বিবৃতি দিয়ে উল্লেখিত মন্তব্যসমূহ প্রত্যাহারপূর্বক ক্ষমাপ্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর মন্তব্য আর করবে না- এমন প্রতিশ্রুতি প্রদান করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
লিংক- http://www.al-ihsan.net/view-post/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/5/%E0%A6%86%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6/133561?fbclid=IwAR0Tha4hcxY69vtIOuWYveOPWxZ3FeczrC-kCUZ5Y_65hCNhV71M8xPtRT4

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget