মূর্তি নিয়ে অপব্যাখ্যা দেয়ায় আইনী নোটিশ
মূর্তি ভাঙার বিষয়ে মনগড়া ব্যাখ্যা দেয়ায় গণস্বাস্থ্য মেডিকেলের চেয়ারম্যান ড. জাফরুল্লাহকে সতর্ক করে আইনী নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন বিশ্ববার্তা ডট কম এর সম্পাদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষ থেকে এডভোকেট ওমর ফারুক।
তার বক্তব্য উল্লেখপূর্বক জবাব নিয়ে নোটিশে বলা হয়, পবিত্র কুরআন শরীফে অত্যন্ত কঠিনভাবে প্রতিমা পূজাকে তিরষ্কৃত করা হয়েছে। হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি উনার সময়কার পূজারীদের মূর্তিগুলো ভেঙে ছিলেন। এবং উনার মূর্তি ভাঙার এ বিষয়টি নিয়ে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে আয়াত শরীফও নাযিল করেছেন। এবং উনার মূর্তি ভাঙার বিষয়টিকে সবার জন্য উত্তম দৃষ্টান্ত হিসেবেও বর্ণনা করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, যেমনিভাবে মহান আল্লাহপাক তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে মূর্তি ভাঙার নির্দেশনা প্রদান করেছেন, তেমনিভাবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও একই নির্দেশনা মুবারক প্রদান করেছেন। রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, আমি মহান আল্লাহপাক উনার পক্ষ থেকে প্রেরিত হয়েছি, সম্পর্কগুলো দৃঢ় করতে, মূর্তিগুলে ভেঙে দিতে এবং মহান আল্লাহপাক উনার একত্বতা তথা তাওহীদ প্রচার করার জন্য। (সহীহ মুসলিম শরীফ ৮৩২)
তার এই বক্তব্য পবিত্র কুরআন শরীফ উনার সম্পর্কে ভুল বক্তব্য উল্লেখ করে নোটিশে বলা হয়, এর আগেও একাধিকবার সে ইসলামী শরীয়ত নিয়ে অন্যায় ও আপত্তিকর বক্তব্য দিয়েছে। দ্বীন ইসলাম নিয়ে ঘৃণাসূচক বক্তব্য দেয়া তার স্বভাবে পরিণত হয়েছে। কিন্তু তার জন্য এটাই ভালো হবে, সে যা সম্পর্কে জানে না, তার সম্পর্কে ‘জ্ঞান’ না দেয়া।
এ ধরণের বক্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে নোটিশে বলা হয়, সাংবিধানিভাবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কারও ধর্মকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেয়া দ-বিধি অনুসারে সুস্পষ্ট শাস্তিযোগ্য অপরাধ। সে সুস্পষ্টভাবে পবিত্র কুরআন শরীফ নিয়ে মিথ্যা ও প্রতারণামূলক বক্তব্য দিয়েছে যা বাংলাদেশের মুসলমান নাগরিকদের ঈমানী অনুভূতি ও মূল্যবোধকে আঘাত করেছে।
এমতাবস্থায় তার দায়িত্ব হবে- স্পষ্ট বিবৃতির মাধ্যমে এ ধরণের বক্তব্য প্রত্যাহার করা, মুসলমান নাগরিকদের ঈমানী অনুভূতি ও মূল্যবোধকে আঘাত করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে এ ধরণের অসদাচরণ বিরত থাকার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে স্পষ্ট বিবৃতি দেয়া।
অন্যথায় এই নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে উল্লিখিত পদক্ষেপ গ্রহণ না করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
লিংক- http://www.al-ihsan.net/view-post/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/5/%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6/135006

Post a Comment