রাসূলের অবমাননায় পূর্বদেশের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

রাসূলের অবমাননায় পূর্বদেশের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

ঢাকা : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশের প্রিন্ট ও অনলাইন ভার্সনে ‘পেট্রোদাসী’ শিরোনামে একটি ধারাবাহিক নিবন্ধে রাসূল (স.) এর চরিত্র নিয়ে অবমাননাকর তথ্য প্রকাশ করায় পত্রিকাটির প্রকাশক-সম্পাদক মুজিবুর রহমান ও সংশ্লিষ্ট লেখক লাভলী তালুকদারের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
রোববার (১৫) মার্চ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঢাকা থেকে প্রকাশিত ‘বিশ্ববার্তা’ ওয়েব পোর্টালের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার নুরুল আজিম।
বিচারক শামস জগলুল হোসাইন মামলাটি গ্রহণ করে আগামি ৯ এপ্রিল মামলার পরবর্তী তারিখে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে চট্টগ্রামের সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
দৈনিক পূর্বদেশে জনৈক লাভলী তালুকদারের ধারাবাহিক ‘পেট্রোদাসী’ নিবন্ধের ২৪ জানুয়ারির ১১ তম পর্ব, ৩১ জানুয়ারির ১২ তম পর্ব ও ৭ ফেব্রুয়ারির ১৩ তম পর্বে ইসলামে দাসপ্রথার বিবরণ দিতে গিয়ে রাসূলকে (স.) নিয়ে অত্যন্ত মানহানিকর কথা ছাপানো হয়, যা বাদিকে অত্যন্ত মর্মাহত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদির আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম একুশে পত্রিকাকে বলেন, দৈনিক পূর্বদেশে প্রকাশিত ধারাবাহিক নিবন্ধের পরপর তিন পর্বে (১১, ১২, ১৩) ইসলাম দাসপ্রথাকে সমর্থন করে উল্লেখ করে হযরত (স.) এর চরিত্র নিয়ে অত্যন্ত অবামননাকর তথ্য দেওয়া হয়েছে। মামলার বাদি বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপনে সক্ষম হওয়ায় আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের আদেশ দেন এবং আগামি ৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেন।
মামলার বাদি আরিফুর রহমান একুশে পত্রিকাকে বলেন, দৈনিক পূর্বদেশের দুই মাধ্যমে (অনলাইন ও প্রিন্ট) হযরত মোহাম্মদকে (স.) নিয়ে বক্তব্যসমূহ চরম মানহানিকর এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার শামিল। যা একজন নবীপ্রেমী মুসলমান হিসেবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এ বিষয়ে কৈফিয়ত ও সমাধান চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি পূর্বদেশ কর্তৃপক্ষকে আমি একটি লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। কিন্তু তাতে তারা কোনো কর্ণপাত করেনি। তাই আদালতের দ্বারস্থ হতে আমি বাধ্য হয়েছি।
লিংক- http://www.ekusheypatrika.com/archives/90932?fbclid=IwAR0xt7xIwZGpJANwJe2ATHQNc8hvH8JbRhsLKJQIbYFmVJrT8YVbpe0fIJM

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget