March 2020
১০০০কোটি টাকা ১২ রবিউল আউয়াল ৫০০ বিশিষ্ট নাগরিকের আহবান ৫৭ ধারায় ৬৩ দিন ৬৪জেলা ৭১টিভি ৯৯৯ bbc ntv অবমাননা অসাংবিধানিক আইজিপি আইন আইনমন্ত্রী আইনি নোটিশ আইপিএল আইমান ফোরম আওয়ামী ওলামা লীগ আদালত আল বাইয়্যনাত ইফা ইসকন ঈদে মিলাদুন্নবী ঈমান বাঁচানো ফাণ্ড ঈশার আযান বন্ধ একাত্তর টিভি এনটিভি এনায়েতআব্বাসী কটুক্তি কটূক্তি কড়িগ্রাম মসজিদ কমিটি করোনা করোনা ভাইরাস কুড়িগ্রাম ফুলবাড়ী কুরবানি নিষিদ্ধ কুরবানির পশু কুরবানী কুরবানীর হাট কোটি কোটি কন্ঠে মিলাদ শরীফ কোরবানি ক্যাম্পেইন বন্ধে ক্লোজআপ কাছে আসার রিকশা গবেষণা কেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ গান-বাজনা গ্রহণযোগ্য নয় গ্রিক দেবী গ্রিক দেবীর মূর্তি চাঁদ দেখা চ্যালেঞ্জ ছবি জয় হিন্দ জররি সেবা জাতীয় পরিচয় পত্র জাফর ইকবাল জাফরুল্লাহ জিয়া জুয়া জেলা প্রশাসন ডাচ বাংলা ব্যাংক ডিএমপি কমিশনার ডিওএইচএস পরিষদ ডিসি ঢাবি শিক্ষক ঢাবি শিক্ষক জিয়া তথ্যমন্ত্রী তদন্তে সিআইডি দাড়ি দেখিয়ে দাও অদেখা তোমায় দেবী চলচ্চিত্র দৈনিক আল ইহসান দৈনিক পত্রিকা দৈনিক পূর্বদেশ দ্বীন ইসলাম ধর্মপ্রতিমন্ত্রী ধর্মীয় অনুভূতিতে আঘাত ন ডরাই নগ্নতা উৎসাহিত নবীজীর ম‌ানহানি নানীর বাণী-দ্য আরেফিন নিধার্রিত স্থানে নিষেধাজ্ঞা নুরুল ইসলাম সুজন নৌপরিবহন সচিব পবিত্র কাবা শরীফ পরিচালক পর্দা পশু জবাই পশুর হাট পহেলা বৈশাখ পাঠ করা পুবিত্র মিলাদ শরীফ পুলিশ সুপার পেীর মেয়র প্রকাশক প্রতিবাদ প্রতিবাদলিপি প্রদর্শনী প্রধান শিক্ষক প্রসাদ প্রসাশন প্রিয় নুসরাত প্রেসক্লাব ফিঙ্গার প্রিন্ট ফেরেশতা ফ্রান্স ফ্ল্যাট বগুড়া বালা-মুসিবত বাল্যবিবাহ বিপিএল বিবিসি বিবিসি বাংলা বোরকা-হিজাব বোরখা হাইকোর্টে রিট দায়ের বোরখা-হিজাব ভারত ভাস্কর্য ভোরের কাগজ মঙ্গল যাত্রা মজলিসু রইয়াতিল হিলাল মসজিদ মসজিদ অবমাননা মসজিদ ভাঙ্গা মাওলানা আব্দুর রাজ্জাক মাদরাসায় নৃত্য মাদ্রাসার বই মানহানি মানহানী মামলা মারজিয়া আক্তার শিলা- নরসিংদী মাস্ক ব্যবহার মাহমুদুল মাদানী মিলাদ শরীফ মুযাফফর মূর্তি মূর্তি নিয়ে অপব্যাখ্যা মূর্তি-ভাস্কর্য পক্ষের কথিত সাংবাদিকের যুক্তি খণ্ডন মোমবাতি প্রজ্জলন যুব আনজুমানে আল বাইয়্যিনাত রমেক হাসপাতাল রাজারবাগ দরবার শরীফ রাজারবাগ শরীফ রাজ্জাক রাবি ভিসি রাসূলের অবমাননায় পূর্বদেশের বিরুদ্ধে মামলা রাস্তায় কুকুর রাস্তায় কুকুরের উপদ্রব রিট রুল রেল মন্ত্রী লকডাউন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮ লিগ্যাল নোটিশ শবে বরাত শরীয়ত বিরোধী শান মুবারক শাবান মাস শিক্ষাপ্রতিষ্ঠান শোভাযাত্রা সময় টিভি সম্পাদক সম্মিলিত ইসলামী জোট সরকারী সাইয়্যিদুল আইয়াদ ১২ শরীফ সুন্নতি সামগ্রী সুন্নতি সামগ্রী প্রদর্শনী সুপ্রিম কোর্ট স্কুলছাত্রী স্কুলে মন্ত্রপাঠ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ্জ পালন নিষিদ্ধ করায় প্রতিবাদলিপি হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম হরে কৃষ্ণ হরে রাম হাইকমিশনার হাইকোর্ট হাউজিং কমপ্লেক্স হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদকে মূর্তির হাদীস শরীফ হারাম হাসানুল হক ইনু হিউম্যান মিল্ক ভ্যাংক হিযাব

রাসূলের অবমাননায় পূর্বদেশের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

ঢাকা : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশের প্রিন্ট ও অনলাইন ভার্সনে ‘পেট্রোদাসী’ শিরোনামে একটি ধারাবাহিক নিবন্ধে রাসূল (স.) এর চরিত্র নিয়ে অবমাননাকর তথ্য প্রকাশ করায় পত্রিকাটির প্রকাশক-সম্পাদক মুজিবুর রহমান ও সংশ্লিষ্ট লেখক লাভলী তালুকদারের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
রোববার (১৫) মার্চ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঢাকা থেকে প্রকাশিত ‘বিশ্ববার্তা’ ওয়েব পোর্টালের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার নুরুল আজিম।
বিচারক শামস জগলুল হোসাইন মামলাটি গ্রহণ করে আগামি ৯ এপ্রিল মামলার পরবর্তী তারিখে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে চট্টগ্রামের সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
দৈনিক পূর্বদেশে জনৈক লাভলী তালুকদারের ধারাবাহিক ‘পেট্রোদাসী’ নিবন্ধের ২৪ জানুয়ারির ১১ তম পর্ব, ৩১ জানুয়ারির ১২ তম পর্ব ও ৭ ফেব্রুয়ারির ১৩ তম পর্বে ইসলামে দাসপ্রথার বিবরণ দিতে গিয়ে রাসূলকে (স.) নিয়ে অত্যন্ত মানহানিকর কথা ছাপানো হয়, যা বাদিকে অত্যন্ত মর্মাহত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদির আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম একুশে পত্রিকাকে বলেন, দৈনিক পূর্বদেশে প্রকাশিত ধারাবাহিক নিবন্ধের পরপর তিন পর্বে (১১, ১২, ১৩) ইসলাম দাসপ্রথাকে সমর্থন করে উল্লেখ করে হযরত (স.) এর চরিত্র নিয়ে অত্যন্ত অবামননাকর তথ্য দেওয়া হয়েছে। মামলার বাদি বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপনে সক্ষম হওয়ায় আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের আদেশ দেন এবং আগামি ৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেন।
মামলার বাদি আরিফুর রহমান একুশে পত্রিকাকে বলেন, দৈনিক পূর্বদেশের দুই মাধ্যমে (অনলাইন ও প্রিন্ট) হযরত মোহাম্মদকে (স.) নিয়ে বক্তব্যসমূহ চরম মানহানিকর এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার শামিল। যা একজন নবীপ্রেমী মুসলমান হিসেবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এ বিষয়ে কৈফিয়ত ও সমাধান চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি পূর্বদেশ কর্তৃপক্ষকে আমি একটি লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। কিন্তু তাতে তারা কোনো কর্ণপাত করেনি। তাই আদালতের দ্বারস্থ হতে আমি বাধ্য হয়েছি।
লিংক- http://www.ekusheypatrika.com/archives/90932?fbclid=IwAR0xt7xIwZGpJANwJe2ATHQNc8hvH8JbRhsLKJQIbYFmVJrT8YVbpe0fIJM

‘করোনা থেকে রক্ষা পেতে বেশি বেশি পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে হবে’

 রবিবার, মার্চ ১৫, ২০২০
স্টাফ করেসপন্ডেন্ট: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতারা।
মানবন্ধনে বক্তারা বলেন,’করোনা ভাইরাস থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহারের পরিবর্তে বেশী বেশী পবিত্র মীলাদ শরীফ পড়তে হবে ও সিরকা বা ভিনেগারসহ সুন্নতী খাদ্য খেতে হবে। এবং পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফবিরোধী ওহাবীদের বাতিল ঘোষণা করতে হবে। করোনা ভাইরাসের গুজবে সুযোগ সন্ধানীদের এবং ইসলামী অনুশাসনের উপর হস্তক্ষেপকারীদেরকে ওলামা লীগ বরদাশত করবেনা।
রবিবার(১৫ মার্চ)করোনার গুজবে সুযোগ সন্ধানী ও জুমুয়াসহ ইসলামী অনুশাসনের ওপর হস্তক্ষেপকারীদের প্রতিহত করার ঘোষণাসহ ৮টি দাবীতে ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামী দলের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, এনজিওগুলো কর্তৃক বাল্যবিবাহের বিরুদ্ধে অব্যাহত তথ্যসন্ত্রাসের শিকার হয়ে অনৈতিক বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ণ করেছে সরকার। অথচ দেশে ১৮ বছরের নীচের ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মাতার পরিমাণ। সে নিয়ে মুসলিম বিদ্বেষী এনজিও বা সরকারের কোন মাথাব্যাথা নেই।
তারা বলেন, বাংলাদেশে বিবাহ বা বাল্যবিবাহ নিয়ে এদেশের জনগণ বা সরকারের কোন মাথাব্যথা না থাকলেও পবিত্র দ্বীন ইসলাম ও মুসলিম বিদ্বেষী পশ্চিমা এনজিওগুলোর মাথাব্যথা বেশী। বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা হ্রাসে তারা কথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবি, মিডিয়া, সরকারের কর্তাব্যক্তিদের পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে।
বক্তারা বলেন,’ বঙ্গবন্ধুর ইসলামী অনূভুতি পালন করলে পাপিয়ার পাপ সাম্রাজ্য এদেশে থাকত না। তাই বঙ্গবন্ধুর ইসলামী মূল্যবোধ প্রীতি ধর্মপ্রাণ মুসলমানের মাঝে বেশী বেশী প্রচার করতে হবে এবং রাষ্ট্র পরিচালনাতেও তা প্রতিফলিত করতে হবে।বোরকা ওড়না পড়তে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বাধা দেয় তাদের বিরুদ্ধে সরকারকে শক্ত শাস্তির ব্যাবস্থা নিতে হবে।
ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণায় নবনির্বাচিত মেয়রদ্বয়কে অভিনন্দন জানিয়ে তারা বলেন,’ সঙ্গতকারণেই নবনির্বাচিত মেয়রদ্বয়কে ‘মসজিদের শহর ঢাকা’ এ ঐতিহ্য পূনরায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে ২ কোটি মানুষের শহর ঢাকায় অনতিবিলম্বে হাজার হাজার মসজিদ তৈরী করতে হবে। কথিত সৌন্দর্য বর্ধন তথা উন্নয়নের নামে ঢাকার চারপাশে নদীকেন্দ্রীক ৭৭ টি মহাসম্মানিত মসজিদসহ বাংলাদেশের কোনো মহাসম্মানিত মসজিদই ভাঙ্গা চলবেনা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী,সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী,ওলামা লীগের দপ্তর সম্পাদক- আলহাজ্জ মাওলানা মুহম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।

Image result for সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফরাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপকভাবে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন ও জারী করলে সারাদেশ সকল বালা-মুসীবত থেকে অবশ্যই রক্ষা পাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১১:৫৩ এএম | আপডেট : ২:৫৩ পিএম, ১৪ মার্চ, ২০২০
মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদতী শান মুবারক উপলক্ষে খুশি প্রকাশ করা তথা সাইয়্যিদুল আইয়াদ পালন করা সকল সৃষ্টির প্রতি ফরয করে দিয়েছেন। সেজন্য সরকারের দায়িত্ব কর্তব্য হলো, প্রতি ইছনানিল আযীম শরীফ বা সোমবার এবং প্রতি হিজরী মাসের ১২ই শরীফ দিবসকে বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ বা বিশেষ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা। সম্মানিত মীলাদ শরীফ সর্বত্র জারী করা। পাশাপাশি আগামী বছর পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মহাসমারোহে পালনের লক্ষ্যে আসন্ন মুজিববর্ষের জন্য বরাদ্দকৃত বাজেটের চেয়ে লক্ষ কোটি গুণ বেশী বাজেট বরাদ্দ করে এখন থেকেই ব্যাপকভাবে পালনের প্রস্তুতি নেয়া। তাহলে দেশ ও জনগণ সকল বালা-মুছীবত থেকে অবশ্যই রক্ষা পাবে এবং নিয়ামত দ্বারা পূর্ণ হবে।
আজ জাতীয়
প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে আয়োজিত এক
সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে দলীলভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিশিষ্ট গবেষক ও কলামিষ্ট, মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদরাসার মুহতামীম আল্লামা মুহম্মদ আলমগীর হুসাইন এবং বিশিষ্ট গবেষক আল্লামা মুহম্মদ সিরাজুদ্দীন আঁখি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুহম্মদ আবু বকর সিদ্দীক হাসান।
বক্তারা বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার যিনি হাবীব, নূরে মুজাসসাম, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যমীনে ও মানবজাতির মধ্যে প্রেরন করেছেন; সেজন্যই উনার বিলাদত শরীফ উপলক্ষে ঈদ বা খুশি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। যা কুল মাখলূকাতের জন্য ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-“হে মানবজাতি! অবশ্যই তোমাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে এসেছেন মহান নছীহতকারী, তোমাদের অন্তরের সকল ব্যাধিসমূহ দূরকারী, কুল-কায়িনাতের মহান হিদায়েত দানকারী ও ঈমানদারদের জন্য মহান রহমতস্বরূপ (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, তোমরা মহান আল্লাহ পাক উনার দয়া, ইহসান ও রহমত (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়ে) উনার জন্য ঈদ উদযাপন তথা খুশি প্রকাশ করো। (তোমরা যতো কিছুই করোনা কেনো) তিনিই হচ্ছেন সমগ্র কায়িনাতের জন্য সবচেয়ে বড় ও সর্বোত্তম নিয়ামত।” (পবিত্র সূরা ইউনুস শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৭-৫৮)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি মানবজাতির প্রতি উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা তথা সাইয়্যিদুল আইয়াদ পালন করাকে ফরয করে দিয়েছেন। আর এ মুবারক নির্দেশ পালনার্থেই সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালামগণ, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা সারাজীবন আখিরী নবী ও রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিলাদতি শান মুবারক প্রকাশ উপলক্ষ্যে খুশী প্রকাশ তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেছেন।
বক্তারা বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার মহাপবিত্রতম বিলাদত শরীফ তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনাকে যথাযথ তা’যীম তাকরীম-ইজ্জত-সম্মান করবেন তিনি আমার সাথে পবিত্র জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীস শরীফ উনার বরাতে বক্তারা আরো বলেন, “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি খাদ্য খাওয়ানোর মাধ্যমে আমার মহাসম্মানিত ও মহাপবিত্রতম বরকতময় বিলাদত শরীফ ১২ই রবী‘উল আউওয়াল শরীফ রাত (ও দিবস) উনাকে যথাযথভাবে সম্মান করবেন, আমি ক্বিয়ামতের দিন তাঁর জন্য পবিত্রতম শাফায়াতকারী হবো। সুবহানাল্লাহ! আর যে ব্যক্তি আমার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদত শরীফ উনার সুমহান সম্মানার্থে এক দিরহাম খরচ করবেন, সে ব্যক্তি ইয়াতীমদেরকে মহান আল্লাহ পাক উনার রাস্তায় এক পাহাড় পরিমান লাল স্বর্ণ দান করার ফযীলত লাভ করবেন। সুবহানাল্লাহ! (নে’মতে কুবরা উর্দূ ১১ পৃষ্ঠা)
বক্তারা আরো বলেন, “যখন কোনো মুসলমান নিজ বাড়িতে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন করে তখন সেই বাড়ির অধিবাসীগণের উপর থেকে মহান আল্লাহ পাক অবশ্যই খাদ্যাভাব, মহামারি, অগ্নিকান্ড, ডুবে মরা, বালা-মুছিবত, হিংসা-বিদ্বেষ, কু-দৃষ্টি, চুরি ইত্যাদি উঠিয়ে নেন। যখন উক্ত ব্যক্তি মারা যান তখন মহান আল্লাহ পাক উনার জন্য মুনকার-নকীরের সুওয়াল-জাওয়াব সহজ করে দেন। আর উনার অবস্থান হয় মহান আল্লাহ পাক উনার সন্নিধানে সিদকের মাক্বামে।” সুবহানাল্লাহ! (আন নি’মাতুল কুবরা)
তাই দেশ এবং জনগনকে
রহমত বরকতপূর্ণ করতে পাশাপাশি বালা-মুছীবত থেকে বাঁচাতে সরকারের দায়িত্ব ও কর্তব্য হলো, অসীম ফযীলতপূর্ণ মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা ১২ই শরীফ ব্যাপকভাবে পালন ও জারীর উদ্যোগ নেয়া।
বক্তারা বলেন, পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম পবিত্র রবীউল আউওয়াল শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উপলক্ষে বিশ্বের সকল দেশের প্রত্যেক সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হলো-১২টি বিষয় পালন করা ও জারী করা। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক অর্থাৎ যেভাবেই হোকনা কেন যে-ই মানহানীকর বিষয় প্রচার, প্রসার করবে অথবা প্রকাশ করবে তাদেরকে এবং তাদের সংশ্লিষ্ট সকলের শাস্তিই মৃত্যুদন্ড। তা কার্যকর করা, জারী করা ফরযে আইন। এটাই সম্মানিত ও পবিত্র শরীয়ত উনার হুকুম। তাই জারি করতে হবে। মহাপবিত্র সাইয়্যিদুশ শুহুরিল আযীম শরীফ মাসে তথা রবিউল আউওয়াল শরীফ মাসে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে মাসব্যাপী ছুটি ঘোষণা করা। সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিবসকে বিশ্ব ছুটির দিবস হিসেবে ঘোষণার উদ্যোগ নেয়া। সর্বপ্রকার অশ্লীল ও অশালীন কাজ বন্ধ করা। পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে সর্বোচ্চ ভাতা ও বোনাস দেওয়া সরকারের অন্যতম প্রধান দায়িত্ব-কর্তব্য। সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় ১২ই রবিউল আউয়াল শরীফ দিবসে বিশেষ মীলাদ শরীফ মাহফিল ও তাবারুকের আয়োজন করা। সকল মন্ত্রণালয় ও বিভাগে ব্যাপকভাবে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালনে নির্দেশনা জারী করা এবং সরকারী-বেসরকারী স্থাপনাসমূহ মনোরম সাজে সজ্জিত করা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবং নিজ নিজ এলাকায় মন্ত্রী-এমপি কর্তৃক সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করা, বছরব্যাপী ইসলামী অনুষ্ঠানসূচী ঘোষণা করা, বই প্রদর্শনী, সামরিক প্রদর্শনী, পতাকা উত্তোলন, অস্বচ্ছল ও বেকারদের চাকুরী এবং গৃহহীনদের গৃহ দেয়ার ঘোষণা দেয়াসহ বিভিন্ন শরঈ কর্মসূচী বাস্তবায়ন করা।
১২টি বিষয়ে বক্তারা আরো বলেন, পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ‘পবিত্র না’তু উম্মি রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে জাতীয় না’ত শরীফ হিসেবে ঘোষনা করতে হবে। দেশের সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় তা প্রতিদিন পাঠের আয়োজন অপরিহার্য। সর্বস্তরে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জারী করতে ইসলামিক ফাউন্ডেশনের মতো স্বতন্ত্র শক্তিশালী গবেষণা কেন্দ্র এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং কোটি কোটি কিতাব রচনা করা। পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে সকল সরকারী প্রতিষ্ঠানে ছাড় দেয়া এবং বিশেষ পণ্য সামগ্রী তৈরী করা। ১২ই শরীফ দিবসে দেশের সব মসজিদ-মাদরাসা, ইয়াতীমখানা, মাজার শরীফসহ সব গরীব, দুঃখীদের নতুন পোশাক, ওষুধ বিতরণ, নগদ অর্থ বরাদ্দ ও বিশেষ খাবার সরবরাহ করা। বিশেষ প্রতিযোগীতার আয়োজন করা।
বক্তারা আরো বলেন, কুল কায়িনাত মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বরকত ও রহমত হাসিলের জন্য পবিত্র রাজারবাগ দরবার শরীফে অনন্তকালব্যাপী সাইয়্যিদুল আইয়াদ শরীফ মাহফিল জারী করা হয়েছে। পাশাপাশি প্রতি হিজরী মাসের সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ পবিত্র ১২ই শরীফে আয়োজিত পবিত্র কোটি কোটি কন্ঠে মীলাদ শরীফ মাহফিল জারী করা হয়েছে। এছাড়া সম্মানিত দ্বীন ইসলাম উনার সকল আইয়্যামুল্লাহ শরীফ বা বিশেষ দিবসসমূহ জারী করা হয়েছে। এসব আজিমুশ্বান মাহফিলে অংশগ্রহণ করলে সকলেই সেই রহমত, বরকত ও নিয়ামত মুবারক হাছিল করতে পারবেন। তাই বক্তারা সবাইকে এসব আজিমুশ্বান মাহফিলে সর্বোতভাবে অংশগ্রহণের আহবান জানান।
লিংক- https://www.dailyinqilab.com/article/275202/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AB-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A4-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%87-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87?fbclid=IwAR0ds3dfTK5yHLGlUyp_01Jf6ndVC3xWm0MTO7HvwP_KOZ4S_4n-Ym5yTpw

প্রসাদ খাইয়ে স্কুলে মন্ত্রপাঠ করানো অন্যায় : হাইকোর্ট
প্রসাদ খাইয়ে স্কুলে মন্ত্রপাঠ করানো অন্যায় : হাইকোর্ট

প্রসাদ খাইয়ে স্কুলে মন্ত্রপাঠ করানো অন্যায় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ইসকন নামে হিন্দু ধর্মালম্বীদের একটি এনজিও চট্রগ্রামের স্কুলে স্কুলে প্রসাদ খাইয়ে শিক্ষার্থীদের ‘হরে কৃষ্ণ হরে রাম’ মন্ত্র পাঠ করানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছিল।
বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিষয়টি নজরে আনেন। এ সময় তিনি দৈনিক ইনকিলাবে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন পড়ে শোনান।
এই আইনজীবী আদালতকে বলেন, এক ধর্মের রীতিনীতি অন্য ধর্মের মানুষের ওপর চাপিয়ে দেয়া আমাদের সংবিধান সমর্থন করে না।
হাইকোর্ট বলেন, একটা এনজিও স্কুলে খাবার বিতরণ করতে পারে। কিন্তু জোর করে বা প্রলোভন দেখিয়ে যদি প্রসাদ খাওয়ায় তাহলে সেটা অন্যায়। তবে আমরা কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এর আগে শবে বরাত নিয়েও আমরা হস্তক্ষেপ করিনি।
তখন আইনজীবী বলেন, এখন যদি বিসমিল্লাহ বলে কেউ অন্য কোনো ধর্মের মানুষকে খাওয়ানো হয় সেটা কেমন হতো? আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন। স্কুলের ম্যানেজিং কমিটি আছে, স্থানীয় প্রশাসন আছে তাদেরকে বলুন।
তৈমুর আলম খন্দকার বলেন, আদালত শেষ আশ্রয়স্থল। আমরা আগে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। সেখানে প্রতিকার না পেলে আমাদের আবার আপনাদের কাছে (আদালত) আসতে হবে।
উল্লেখ্য, দৈনিক ইনকিলাব পত্রিকায় আজ ‘প্রসাদ খাইয়ে স্কুলে শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদেনে বলা হয়েছে, স্কুলে শিক্ষার্থীদের প্রসাদ খাওয়ালো আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন। হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী ‘ফুড ফর লাইফ’ কর্মসূচির আড়ালে গত ১১ জুলাই থেকে নগরীর প্রায় ৩০টি স্কুলের শিক্ষার্থীর মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ইসকন কর্মীদের শেখানো মতে, কোমলমতি শিক্ষার্থীরা ‘হরে কৃষ্ণ হরে রাম’ মন্ত্র পাঠ করে এ প্রসাদ গ্রহণ করে।
শ্লোক-মন্ত্র পাঠের মাধ্যমে মুসলিমসহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের প্রসাদ গ্রহণে উৎসাহিত করায় অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নজিরবিহীন কর্মসূচিতে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় বিস্ময় ও নিন্দা প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

পবিত্র কাবা শরীফের ছবি অবমাননাকরভাবে উপস্থাপন করায় ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লিগ্যাল নোটিশ
ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লিগ্যাল নোটিশ

পবিত্র কাবা শরীফের ছবি অবমাননাকরভাবে উপস্থাপন করায় ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লিগ্যাল নোটিশ

In: আইন-আদালত

নিউজ ডেস্ক : ডাচ বাংলা ব্যাংকের ২০২০ সালের সালের ক্যালেন্ডারে পবিত্র কাবা শরীফের ছবি অবমাননাকরভাবে উপস্থাপনের মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মেসবাহ উদ্দিন চৌধুরীর পক্ষে আজ
(রোববার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর শরীফ রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়, সম্প্রতি প্রকাশিত ডাচ বাংলা ব্যাংকের ২০২০ সালের একটি ক্যালেন্ডারের মার্চ-এপ্রিল মাসের পৃষ্ঠায় পবিত্র কাবা শরীফের ছবিকে “স্ট্যাচু অফ লিবার্টি”-র নিচে বসানো হয়েছে। বিশ্বের কোটি কোটি মুসলিমের পবিত্র ক্বিবলা কাবা শরীফের ছবির এমন উপস্থাপনা অত্যন্ত অবমাননাকর। কেননা কাবা শরীফ মুসলিমদের কাছে পবিত্রতম স্থান এবং আল্লাহর ঘর হিসেবে সম্মানিত।
নোটিশে বলা হয়, যেকোনো ধরনের বাণিজ্যিক প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় স্থানের ছবি ব্যবহার এমনিতেই অসঙ্গত, তার ওপর এই ক্যালেন্ডারের ছবিতে পবিত্র কাবা শরীফকে একটি মূর্তির নিচে বসানো হয়েছে। পবিত্র কাবা শরীফের ছবির এমন অপমানজনক ব্যবহার নোটিশদাতার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। উদ্দেশ্যমূলকভাবে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা বাংলাদশে প্রচলিত দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে উক্ত ক্যালেন্ডারটি প্রত্যাহার করে নিতে হবে এবং পবিত্র কাবা শরীফের অবমাননার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এমন ধর্ম অবমাননামূলক কাজ আর করবে না—এমন প্রতিশ্রুতি দিতেও ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আহবান জানানো হয়েছে। অন্যথায় নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন বলে নোটিশে বলা হয়েছে।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget