স্কুলছাত্রীদের বোরখা পরার অধিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের

স্কুলছাত্রীদের বোরখা পরার অধিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের

স্কুলছাত্রীদের বোরখা পরার অধিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের

স্কুলছাত্রীরা বোরখা পরায় দেশের বিভিন্ন স্কুলে নিগ্রহের শিকার হওয়ার প্রেক্ষিতে স্কুলছাত্রীদের বোরখা পরার অধিকার চেয়ে আজ এক রিট আবেদন করা হয়েছে। ঢাকা রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশিত দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম ও মোহাম্মদপুরের তাজ জামে মসজিদের খতিব আল্লামা আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মুহম্মদ আহাসান ও শেখ মুহম্মদ ওমর শরীফ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।
শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হবে বলে জানা গেছে।
রিট আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন স্কুলে বোরখা পরিধানকারী ছাত্রীরা নিগ্রহের শিকার হওয়ায় তাঁরা সংক্ষুব্ধ হয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী বোরখা পরায় তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে তাকে শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেননি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম। পরদিন সেই ছাত্রীর মা বোরখা পরার অনুমতির জন্য গেলে প্রধান শিক্ষক মারমুখী আচরণ করে তাকেও বের দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। [goo.gl/rD8uRx] দেশের বিভিন্ন স্কুলে সংঘটিত একই ধরনের আরো কিছু ঘটনা বিভিন্ন সময়ে মিডিয়ায় এসেছে। [bit.ly/2rq2jRmbit.ly/2DUfxNobit.ly/2Q3Gx4lbit.ly/2Rn6bxD]
এসব ঘটনার প্রেক্ষিতে আবেদনে বলা হয়, ইসলামসম্মত পোশাক পরিধান করা সকল মুসলমানের জন্য বাধ্যতামূলক। স্কুল ইউনিফর্মের ওপর নিজের পছন্দমতো দ্বীনি পোশাক পরিধান করার অধিকার প্রত্যেকের রয়েছে, কেননা বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদে সকল নাগরিকের ব্যক্তিস্বাধীনতার অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে। সংবিধানের ৪১ অনুচ্ছেদে সকল নাগরিককে যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার দেয়া হয়েছে এবং সংবিধানের ২ক অনুচ্ছেদে সম্মানিত দ্বীন ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়া হয়েছে। সুতরাং স্কুল ইউনিফর্মের পাশাপাশি বোরখা পরিধান করতে না দিয়ে স্কুলছাত্রীদের সাংবিধানিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ নাগরিক ও মানবাধিকার কর্মী হিসেবে রিট আবেদনকারীগণ এসব ঘটনায় সংক্ষুব্ধ হয়েছেন।
রিট আবেদনে দাবি জানানো হয়েছে, দেশের স্কুলগুলোতে স্কুল ইউনিফর্মের ওপর দিয়ে বোরখা পরিধানে ছাত্রীদেরকে বাধা না দেয়ার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং ইতিমধ্যে বিভিন্ন স্কুলে ছাত্রীদেরকে বোরখা পরিধানে বাধাদানকারী স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রিট আবেদনটি আগামী সপ্তাহে শুনানি হবে বলে আশা করা হচ্ছে।
লিংক- https://bisshobarta24.com/2019/01/12747/

Post a Comment

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget