
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে অবমাননাকর বক্তব্যের অভিযোগে কুড়িগ্রাম শান্তিনগর জামে মসজিদের খতিব হাবিবুল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ফেসবুক ও ইউটিউবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াশ শরীফ পালন এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে অবমাননাকর কটুক্তি করার অভিযোগে কুড়িগ্রাম শান্তিনগর জামে মসজিদের খতিব মাও. মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল (বাংলাদেশ), ঢাকায় আজ (বৃহস্পতিবার) ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২১ (২), ২৮ (২), ২৯ (২) ধারায় মামলা করা হয়েছে।
দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ নূরুল হুদা বাদী হয়ে মামলাটি করেছেন। শুনানি শেষে ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ সি.আই.ডি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অভিযোগটি তদন্তের আদেশ দিয়েছেন।
বাদী তার অভিযোগে বলেন, বিগত ২৮/১২/২০১৮ ইং তারিখে পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে এক ওয়াজ মাহফিলে পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধী করতে গিয়া আসামী হাবিবুল্লাহ সিদ্দিকী বলে, “আল্লাহ’র কাছে প্রশ্ন ও আমার আল্লাহ, মুহম্মদ ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম একটা ইয়াতিম বাচ্চা ছিল বাপও নাই মাও নাই তার টাকাও ছিল না সম্পদও ছিল না অসহায় নিস্ব হত দরিদ্র মানুষ। ইয়াতিম বাচ্চা ছিল ইহুদির বাড়িতে খেজুরের বিনিময়ে কামলা দিছে। এত গরীব মানুষ ছিল পরের বাড়িতে ছাগল চড়ানোর চাকর ছিল। এত গরীব মানুষ ছিল নিজের কোন টাকা ছিল না বিধাব মহিলার টাকা দিয়ে সিরিয়ায় গিয়ে ব্যবসা করত। আল্লাহ’র কাছে প্রশ্ন ও আমার আল্লাহ এরকম একটা অসহায় মানুষের আমি ইত্তেবা কেন করব তোমার ভালোবাসা পাওয়ার জন্য? আর ইত্তেবা যদি করতেই হয় তবে কতটা করব? প্রিয় নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অশ্লীল এবং ব্যাঙ্গার্থকভাবে উপস্থাপন করার কারনে সকল দ্বীনদার মুসলানগণের মানহানী হইয়াছে। তার এসব বক্তব্য সমূহ অনলাইনে ইউটিউবের মাধ্যমে প্রকাশ ও প্রচার হয়। নাউযুবিল্লাহ! ইত্যাদি মানহানীকর, দ্বীনি অনুভুতিতে আঘাত দানকারী বক্তব্য প্রকাশ ও প্রচার করে এমন ঔদ্বত্যপূর্ণ বক্তব্যের কারনে বাদীর দ্বীনি অনুভূতিতে আঘাত লাগায় মামলাটি দায়ের করেছেন।
Post a Comment