July 2020
১০০০কোটি টাকা ১২ রবিউল আউয়াল ৫০০ বিশিষ্ট নাগরিকের আহবান ৫৭ ধারায় ৬৩ দিন ৬৪জেলা ৭১টিভি ৯৯৯ bbc ntv অবমাননা অসাংবিধানিক আইজিপি আইন আইনমন্ত্রী আইনি নোটিশ আইপিএল আইমান ফোরম আওয়ামী ওলামা লীগ আদালত আল বাইয়্যনাত ইফা ইসকন ঈদে মিলাদুন্নবী ঈমান বাঁচানো ফাণ্ড ঈশার আযান বন্ধ একাত্তর টিভি এনটিভি এনায়েতআব্বাসী কটুক্তি কটূক্তি কড়িগ্রাম মসজিদ কমিটি করোনা করোনা ভাইরাস কুড়িগ্রাম ফুলবাড়ী কুরবানি নিষিদ্ধ কুরবানির পশু কুরবানী কুরবানীর হাট কোটি কোটি কন্ঠে মিলাদ শরীফ কোরবানি ক্যাম্পেইন বন্ধে ক্লোজআপ কাছে আসার রিকশা গবেষণা কেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ গান-বাজনা গ্রহণযোগ্য নয় গ্রিক দেবী গ্রিক দেবীর মূর্তি চাঁদ দেখা চ্যালেঞ্জ ছবি জয় হিন্দ জররি সেবা জাতীয় পরিচয় পত্র জাফর ইকবাল জাফরুল্লাহ জিয়া জুয়া জেলা প্রশাসন ডাচ বাংলা ব্যাংক ডিএমপি কমিশনার ডিওএইচএস পরিষদ ডিসি ঢাবি শিক্ষক ঢাবি শিক্ষক জিয়া তথ্যমন্ত্রী তদন্তে সিআইডি দাড়ি দেখিয়ে দাও অদেখা তোমায় দেবী চলচ্চিত্র দৈনিক আল ইহসান দৈনিক পত্রিকা দৈনিক পূর্বদেশ দ্বীন ইসলাম ধর্মপ্রতিমন্ত্রী ধর্মীয় অনুভূতিতে আঘাত ন ডরাই নগ্নতা উৎসাহিত নবীজীর ম‌ানহানি নানীর বাণী-দ্য আরেফিন নিধার্রিত স্থানে নিষেধাজ্ঞা নুরুল ইসলাম সুজন নৌপরিবহন সচিব পবিত্র কাবা শরীফ পরিচালক পর্দা পশু জবাই পশুর হাট পহেলা বৈশাখ পাঠ করা পুবিত্র মিলাদ শরীফ পুলিশ সুপার পেীর মেয়র প্রকাশক প্রতিবাদ প্রতিবাদলিপি প্রদর্শনী প্রধান শিক্ষক প্রসাদ প্রসাশন প্রিয় নুসরাত প্রেসক্লাব ফিঙ্গার প্রিন্ট ফেরেশতা ফ্রান্স ফ্ল্যাট বগুড়া বালা-মুসিবত বাল্যবিবাহ বিপিএল বিবিসি বিবিসি বাংলা বোরকা-হিজাব বোরখা হাইকোর্টে রিট দায়ের বোরখা-হিজাব ভারত ভাস্কর্য ভোরের কাগজ মঙ্গল যাত্রা মজলিসু রইয়াতিল হিলাল মসজিদ মসজিদ অবমাননা মসজিদ ভাঙ্গা মাওলানা আব্দুর রাজ্জাক মাদরাসায় নৃত্য মাদ্রাসার বই মানহানি মানহানী মামলা মারজিয়া আক্তার শিলা- নরসিংদী মাস্ক ব্যবহার মাহমুদুল মাদানী মিলাদ শরীফ মুযাফফর মূর্তি মূর্তি নিয়ে অপব্যাখ্যা মূর্তি-ভাস্কর্য পক্ষের কথিত সাংবাদিকের যুক্তি খণ্ডন মোমবাতি প্রজ্জলন যুব আনজুমানে আল বাইয়্যিনাত রমেক হাসপাতাল রাজারবাগ দরবার শরীফ রাজারবাগ শরীফ রাজ্জাক রাবি ভিসি রাসূলের অবমাননায় পূর্বদেশের বিরুদ্ধে মামলা রাস্তায় কুকুর রাস্তায় কুকুরের উপদ্রব রিট রুল রেল মন্ত্রী লকডাউন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮ লিগ্যাল নোটিশ শবে বরাত শরীয়ত বিরোধী শান মুবারক শাবান মাস শিক্ষাপ্রতিষ্ঠান শোভাযাত্রা সময় টিভি সম্পাদক সম্মিলিত ইসলামী জোট সরকারী সাইয়্যিদুল আইয়াদ ১২ শরীফ সুন্নতি সামগ্রী সুন্নতি সামগ্রী প্রদর্শনী সুপ্রিম কোর্ট স্কুলছাত্রী স্কুলে মন্ত্রপাঠ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ্জ পালন নিষিদ্ধ করায় প্রতিবাদলিপি হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম হরে কৃষ্ণ হরে রাম হাইকমিশনার হাইকোর্ট হাউজিং কমপ্লেক্স হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদকে মূর্তির হাদীস শরীফ হারাম হাসানুল হক ইনু হিউম্যান মিল্ক ভ্যাংক হিযাব

পশুর হাটের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ

পশুর হাটের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ


রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদপুরের তাজ জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর  পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর শরীফ এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে ঢাকায় কোরবানির পশুর হাট না বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় পশুর হাটের ব্যবস্থা করুন। অন্যথায় কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চ আদালতে আইনানুগ পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে বলা হয়, “সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সুতরাং ইসলামি আকিদাসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে বলা হয়েছে: ‘আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে।’ সুষ্ঠুভাবে কোরবানির পশু কিনতে পারা ও পশু কোরবানি করতে পারা বাংলাদেশের প্রত্যেক মুসলিমের সাংবিধানিক অধিকার। অথচ আপনাদের সিদ্ধান্ত রাজধানীর মুসলিমদের তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধা সৃষ্টি করছে।’
নোটিশে উল্লেখ করা হয়, ‘গত ১২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। সংবাদ দেশের প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’
‘যদিও পবিত্র ঈদুল আজহা মুসলমানদের একটি দ্বীনি উৎসব এবং পশু কোরবানি একটি ইবাদত। ঈদুল আজহায় সাধ্যমতো পশু কোরবানি করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের একটি ওয়াজিব (বাধ্যতামূলক) আমল। কোরবানির পশুর হাট, পশু কেনা-বেচা, পশু কোরবানি ইত্যাদি কাজ সারতে সারা বছর মাত্র তিন-চার দিন লাগে। কোরবানির পশুর হাট প্রকৃতপক্ষে দেশবাসীর নাগালের মধ্যেই বসাতে হবে। কোরবানির জন্য পশু কিনতে পারা মুসলমানদের একটি নাগরিক অধিকার। অথচ আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এ বছর ঢাকায় পশুর হাট বসাতেই দেবেন না।’
নোটিশে বলা হয়, ‘তাই তথাকথিত করোনাভাইরাস সংক্রমণের সাথে পশু কোরবানি করা কিংবা কোরবানির পশুর কোনো সম্পর্ক নেই। সরকার ইতোমধ্যে সারাদেশে সাধারণ ছুটির মাধ্যমে ঘোষিত কথিত লকডাউনও অনেকটাই তুলে নিয়েছে। তাছাড়া মানুষকে ঘরে আটকে রেখে লকডাউন করলে করোনায় মৃত্যুহার কমে—এমন ধারণার পক্ষে কোনো প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি নেই।’
‘সারা বিশ্বে যেসব দেশে করোনায় সবচেয়ে বেশি হারে মৃত্যু হয়েছে (মিলিয়ন জনসংখ্যায় মৃত্যুহার হিসেবে), তার প্রথম ১০টিতেই লকডাউন হয়েছিল। অন্যদিকে লকডাউন না হয়েও সুইডেন মৃত্যুহারের দিক থেকে ১১তম অবস্থানে আছে। আবার অনেক দেশে লকডাউন তুলে নেয়ার পরও আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। এ ব্যাপারে গত ২২ মে দৈনিক "দি সান" পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।’
নোটিশে আরও বলা হয়, “রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মাইকেল লেভিট আরও প্রায় দুই মাস আগেই বলেন, করোনাভাইরাস মহামারি রোধে বিশ্বব্যাপী জারিকৃত লকডাউন ‘বিশাল ভুল’ ছিল। এতে সমাজের বড় ক্ষতির পাশাপাশি কোনো ধরনের হার্ড ইমিউনিটি প্রতিষ্ঠিত হয়নি।” আনহার্ড ডটকমে প্রকাশিত সাক্ষাৎকারে প্রফেসর লেভিট বলেন, চীন করোনার হুমকি কীভাবে মোকাবিলা করেছে তা যদি বিশ্ব ভালোভাবে খেয়াল করত, তবে সরকারগুলো ভিন্ন ধরনের পদক্ষেপ নিত। বিশেষ করে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করত না।
‘যদি আবারও একই কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের অনুরোধ হবে মুখের মাস্ক, হাত জীবাণুমুক্তকরণ, এমন পরিশোধ ব্যবস্থা চালু যেখানে স্পর্শের দরকার হয় না এবং শুধু বয়স্কদের আইসোলেশনে রাখা প্রয়োজন’,- বলা হয় নোটিশে।
এফএইচ/জেডএ/এমএস

জাপান গার্ডেন সিটিতে আইনি নোটিশ

জাপান গার্ডেন সিটিতে পবিত্র কুরবানিতে নিষেধাজ্ঞা দেয়ায় আইনি নোটিশজাপান গার্ডেন সিটিতে পবিত্র কুরবানিতে নিষেধাজ্ঞা দেয়ায় আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: জাপান গার্ডেন সিটিতে কুরবানির পশু প্রবেশ ও কুরবানি করতে নিষেধাজ্ঞামূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়ে জাপান গার্ডের সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাপান গার্ডেন সিটির বাসিন্দা মুহম্মদ আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে এই আইনী নোটিশটি পাঠানো হয়েছে জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট মুহম্মদ মেজবাহ উদ্দিন তার পক্ষ থেকে এই নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে বলা হয়, গত ৫ জুলাই ২০২০ তারিখে জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রদত্ত এক নোটিশে বলা সেখানে কুরবানির কোনো পশু প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়। পাশাপাশি কুরবানি সিটির বাইরে গিয়ে করতে বলা হয়েছে। যাতে করে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতে বাধার সৃষ্টি করা হয়েছে।
নোটিশদাতা বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলমানগণের একটি দ্বীনি উৎসব এবং পশু কুরবানী একটি দ্বীনি ইবাদাত। পবিত্র ঈদুল আযহায় সাধ্যমতো পশু কুরবানী করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমগণের একটি ওয়াজিব (বাধ্যতামূলক) আমল। জাপান গার্ডেন সিটি মালিক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে নিবন্ধিত একটি সোসাইটি। নিবন্ধনের শর্ত অনুযায়ী জাপান গার্ডেন সিটি মালিক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইন মেনে চলতে বাধ্য। কিন্তু কথাকথিত করোনার সাথে পশু কুরবানির কোনো সম্পর্ক না থাকার পরও এর অজুহাত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে পশু কুরবানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। অথচ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিংবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসন্ন ঈদুল আযহায় পশু কুরবানী করা কিংবা হাউজিং কমপ্লেক্সে পশু প্রবেশ করানোর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। বরং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পশু কুরবানীর ব্যবস্থা নিশ্চিত করেছে। এমন অবস্থায় জাপান গার্ডেন সিটি মালিক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোনো আইনগত এখতিয়ারই নেই যে, তারা জাপান গার্ডেন সিটিতে কুরবানীর পশু প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি বেআইনি নির্দেশনা জারি করবে।
নোটিশে আরো বলা হয়, সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্র-দ্বীন ইসলাম, সুতরাং দ্বীন ইসলামী আক্বীদাসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের নিজ নিজ দ্বীন পালনের অধিকার রয়েছে। সুতরাং পবিত্র ঈদুল আযহায় পশু কুরবানী করা বাংলাদেশের প্রত্যেক মুসলমানের সাংবিধানিক অধিকার। অথচ জাপান গার্ডেন সিটিতে বসবাসরত মুসলমানগণকে তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে। এর ফলে উক্ত আবাসিক এলাকার বাসিন্দা তথা নোটিশদাতার দ্বীনি অনুভূতিতে আঘাত দিয়েছে। যা বাংলাদেশ দ-বিধি, ১৮৬০-এর ২৯৫(ক) ধারা মোতাবেক একটি ফৌজদারী অপরাধ।
নোটিশদাতা আগামী ৩ দিনের মধ্যে জাপান গার্ডেন সিটিতে কুরবানির উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এই নোটিশের জন্য ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে। অনথ্যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে নোটিশে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসককে আইনি নোটিশ

পশু কুরবানি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসককে আইনি নোটিশপশু কুরবানি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসককে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহাতে পশু কুরবানি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহকে আইনি নোটিশ পাঠিয়েছেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাতের সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুবুল আলম । সুপ্রীমকোর্টের আইনজীবি এ্যাডভোকেট মাসুদুজ্জামান তিনি নোটিশটি পাঠান।
নোটিশে মাসিক আল বাইয়্যিনাতের সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুবুল আলম জানান, গত ৪ জুলাই ২০২০ তারিখে দৈনিক প্রথম আলোর একটি মন্তব্য প্রতিবেদনে এবিএম আব্দুল্লাহ জানায় ‘যারা একাধিক পশু কুরবানি দিতেন তারা এবার একটা কুরবানি দিন; বাকিগুলোর টাকা শহর ছেড়ে গ্রামে ফেরা নিরূপায় কর্মহীন এবং অতি দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতে পারেন, এতে দরিদ্র মানুষগুলোর উপকার হবে’। এই বক্তব্যে আসন্ন পবিত্র কুরবানিতে কুরবানি দেয়া কুরবানিদাতাগণ বিভ্রান্তির শিকার হতে পারেন।
নোটিশদাতা আরও জানান, পবিত্র ঈদুল আযহা এবং পশু কুরবানি মুসলিমদের একটি দ্বীনি ইবাদত। একজন সামর্থ্যবান মুসলিম কতটি পশু কুরবানি করবেন, সেটি পবিত্র শরীয়ত উনার বিধান দ্বারা নির্ধারিত হয়। তথাকথিত ‘করোনা সংক্রমণের ঝুঁকি’র সাথে পবিত্র কুরবানি উনার মতো একটি দ্বীনি ইবাদত কমানো বা বাড়ানোর কোনো সম্পর্ক নেই। সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদ্বীন সম্মানিত ইসলাম সুতরাং ইসলামী আক্বীদাসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক হিসেবে মুসলিমদের নিজ দ্বীন পালনের অধিকার রয়েছে। অতএব একজন সামর্থ্যবান মুসলিম এই বছরও পবিত্র শরীয়তের বিধান অনুযায়ী একাধিক পশু কুরবানি দিতে পারবেন। অথচ নোটিশগ্রহীতা ব্যক্তি বাংলাদেশের মুসলিমদেরকে একাধিক পশু কুরবানি না দিতে আহবান জানিয়েছে। পশু কুরবানির ওয়াজিব বিধানের বিকল্পে দরিদ্রদের নফল সদকা করার পরামর্শ দিয়েছে। একজন দায়িত্বশীল পদাধিকারী হিসেবে আপনার কাছে এমনটা মোটেও প্রত্যাশিত নয়।
পরিশেষে নোটিশদাতা এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে পশু কুরবানি নিয়ে এবিএম আব্দুল্লাহর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

বাল্যবিবাহ নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে লিগ্যাল নোটিশ

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে লিগ্যাল নোটিশ

বাল্যবিবাহ নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক:  “মেয়েদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হওয়ার একটি কারণ হলো বাল্যবিবাহ” -এমন বিরূপ ও ইসলামবিরোধী মন্তব্যের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ‘বিশ্ববার্তা২৪’-এর সম্পাদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর শরীফ আজ বুধবার রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন।

গত ৫ জুলাই ২০২০ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘জঙ্গিবাদের ঝুঁকিতে নারীরা” শীর্ষক একটি প্রতিবেদনে অধ্যাপক শাহাব এনাম খান মন্তব্য করেছিলেন, মেয়েদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার একটি কারণ হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহের পর কোনো পরিবারে জঙ্গিবাদের চর্চা হলে মেয়েটিও আর ঘুরে দাঁড়াতে পারে না।”

লিগ্যাল নোটিশে বলা হয়, বাংলাদেশে প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারার বিধান অনুযায়ী অভিভাবকের সম্মতি ও আদালতের অনুমতিক্রমে ২১ বছরের কম বয়সী পুরুষ ও ১৮ বছরের কম বয়সী নারীরা বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন। এছাড়া মুসলিম পারসোনাল ল (শারীয়াত) এপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭-এর অধীনেও অনূন্য ১৫ বছর বয়সী পুরুষ ও নারী স্বাধীন সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন। অর্থাৎ তথাকথিত বাল্যবিবাহ বাংলাদেশের প্রচলিত আইনে একটি স্বীকৃত ও আইনসম্মত বিয়ে। পবিত্র ইসলামী শরীয়াতেও এই ধরনের বিয়ে সম্পূর্ণ বৈধ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মল মুমিনীন হযরত সিদ্দীকা আলাইহাস সালাম উনাকে দুনিয়াবি ৬ বছর বয়সে আক্বদ করেছিলেন এবং দুনিয়াবী ৯ বছর বয়সে নিজ হুজরা শরীফে গ্রহণ করেছিলেন।

নোটিশে বলা হয়, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা এবং এর সাথে বহু আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ফ্যাক্টর জড়িত। পশ্চিমা দেশগুলোতেও নারীরা সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে এবং সেটার হার বাংলাদেশের চেয়ে অনেক বেশি। বাংলাদেশেও নারীরা মাদক, যৌতুকসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে। কিন্তু তথাকথিত বাল্যবিবাহকে এই ধরনের অপরাধের কারণ হিসেবে দেখানোর মতো কোনো তথ্য-উপাত্ত বা গবেষণা কোথাও নেই। অথচ নোটিশগ্রহীতা অধ্যাপক শাহাব এনাম খান সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সন্ত্রাসবাদের মতো একটি জঘন্য অপরাধের সাথে বাল্যবিবাহকে সম্পৃক্ত করেছেন।

নোটিশদাতা বলেন, যেহেতু বাংলাদেশের আইনে ও পবিত্র ইসলামী শরীয়াতে বাল্যবিবাহ সম্পূর্ণ বৈধ এবং এই সামাজিক প্রথার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই, তাই নোটিশগ্রহীতা অধ্যাপক শাহাব এনাম খানের মন্তব্যে নোটিশদাতার দ্বীনি অনুভূতিতে আঘাত লেগেছেÍযা বাংলাদেশ দ-বিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী একটি অপরাধ।

লিগ্যাল নোটিশে বলা হয়, এই নোটিশ পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে নোটিশদাতাকে তার মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নোটিশদাতা আইনের আশ্রয় গ্রহণ করবেন।

লিংক- https://bisshobarta24.com/2020/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%9f%e0%a7%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

কুরবানির হাট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যঃ ওবায়দুল কাদের,মেয়র আতিকুল ও কক্সবাজার ডিসিকে আইনি নোটিশ

ওবায়দুল কাদের,মেয়র আতিকুল ও কক্সবাজার ডিসিকে আইনি নোটিশ

কুরবানির হাট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যঃ ওবায়দুল কাদের,মেয়র আতিকুল ও কক্সবাজার ডিসিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: কুরবানির পশুর হাট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করায় আওয়ামী লীগের সেক্রেটারী ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ও কক্সবাজার জেলা ডিসি কামালকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  আল্লামা মুহম্মদ মাহবুব আলম ও চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক জনাব মুহম্মদ আলী হায়দার সাহেবের পক্ষ থেকে নোটিশসমূহ প্রেরণ করেন সুপ্রীমকোর্টের আইনজীবি মুহম্মদ মাসুদুজ্জামান এবং এবিএম গোলাম মোস্তফা তাজ।

নোটিশগুলোতে বলা হয়, গত ১ জুলাই ডিসি কক্সবাজার নামক এক ফেসবুক পেজে কক্সবাজারের ডিসি আসন্ন পবিত্র কুরবানিতে করোনার অজুহাত দিয়ে কুরবানির পশুর হাট তো সীমিত করেছে পাশাপাশি দ্বীনদার মুসলমানদের কথা বিবেচনা না করে সেই সীমিত পরিসরে কুরবানির পশুর হাটে না যেতেও উৎসাহিত করেছে এবং অনলাইনে কুরবানির পশু কেনার আহবান জানিয়েছে। পাশাপাশি ঈদের আনন্দ উৎসাহ বিসর্জন দেয়ার আহবান জানিয়েছে। পাশাপাশি মেয়র আতিকুল জনস্বাস্থ্যের অজুহাত দিয়ে রাজধানীতে প্রতিবছর বসা জনপ্রিয় বড় কুরবানির হাটগুলোতে বসতে না দেয়ার এবং পাশাপাশি কুরবানির হাটগুলোকে রাজধানীর বাইরে বসানোর ঘোষণা দিয়েছে।

পাশাপাশি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র কুরবানির পশুর হাটকে স্বাস্থ্যঝুঁকির ভয়ানক কারণ হিসেবে উল্লেখ করে রাস্তার পাশে কুরবানির পশুর হাট না বসানোর ঘোষণা দিয়েছে। যা নোটিশদাতার দ্বীনি কর্মকান্ড পালনে হস্তক্ষেপের সৃষ্টি করেছে।

নোটিশদাতা বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলমানদের একটি দ্বীনি উৎসব এবং পশু কুরবানি একটি দ্বীনি ইবাদত। পবিত্র কুরবানির পশুর হাট, পশু কেনা-বেচা, পশু কুরবানি ইত্যাদি কাজ সারতে বছরে মাত্র ৪/৫ দিন লাগে। কুরবানির পশুর হাট প্রকৃতপক্ষে কুরবানিদাতাদের নাগালের মধ্যেই বসাতে হবে। যা তারা সহজভাবে পশু কিনতে পারে এবং এটি মুসলিমদের একটি নাগরিক অধিকার। কিন্তু নোটিশগ্রহীতারা তা থেকে মুসলিমদের বঞ্চিত করছে করোনার অজুহাত দিয়ে। অথচ সারা বিশ্বে যেসব দেশে করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তার প্রথম ১০টি দেশেই লকডাউন হয়েছিলো। অপরদিকে লকডাউন না হয়েও মৃত্যুহারের দিক দিয়ে ১১তম অবস্থানে আছে সুইডেন। আবার অনেক দেশে লকডাউন তুলে নেয়ার পর আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানী ও রসায়নবিজ্ঞানীরা এই লকডাউনকে বিশাল ভুল হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু নোটিশগ্রহীতারা এই করোনা ও লকডাউনের অজুহাত দিয়ে মুসলমানদের দ্বীনি কার্যকলাপে বাধার সৃষ্টি করেছে।

নোটিশে আরো বলা হয়, সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রধর্ম সম্মানিত দ্বীন ইসলাম। সুতরাং সম্মানিত ইসলামী আক্বীদাসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের নাগরিক হিসেবে মুসলিমদের নিজ দ্বীন পালনের অধিকার রয়েছে। অথচ বাংলাদেশের মুসলিমদেরকে তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধার সৃষ্টি করা হচ্ছে। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল পদাধিকারী হিসেবে এটা নোটিশগ্রহীতাদের কাছে মোটেও প্রত্যাশিত নয়। উপরন্তু এর মাধ্যমে নোটিশদাতার দ্বীনি অধিকার পালনে হস্তক্ষেপ এবং অনুভূতিতে আঘাত করা হয়েছে।

নোটিশদাতা এই নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে নোটিশগ্রহীতারা পবিত্র কুরবানির পশুর হাট কমানোর নিয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহবান ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহবান জানিয়েছেন অনথ্যায় নোটিশগ্রহীতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

লিংক-https://bisshobarta24.com/2020/07/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/

পবিত্র হজ্ব পালনে অন্যান্য দেশকে নিষিদ্ধ করায় সৌদি সরকারকে ১শত বিশিষ্ট নাগরিকের প্রতিবাদলিপি


নিজস্ব প্রতিবেদক: করোনার অজুহাত দেখিয়ে চলতি বছর সৌদি আরবের বাইরের মুসলিমদের পবিত্র হজে অংশগ্রহণ নিষিদ্ধ করায় সৌদি সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ১শত নাগরিক। গত রোববার (২৮ জুন) ঢাকাস্থ সৌদি দূতাবাসে একটি স্মারকলিপি হস্তান্তর ও ডাকযোগে সৌদি সরকারের হজ্ব ও উমরা মন্ত্রণালয়ে একটি প্রতিবাদলিপি প্রেরণের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, পবিত্র হজ্ব সামর্থ্যবান মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত এবং পবিত্র দ্বীন ইসলাম উনার অন্যতম একটি স্তম্ভ। সৌদি কর্তৃপক্ষ এই বছর করোনার অজুহাত দিয়ে সৌদি আরবে অবস্থানরত মাত্র হাজারখানেক মুসলিমকে হজ্ব পালনের সুযোগ দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অথচ সহীহ বুখারী শরীফ ও সহীহ মুসলিম শরীফে উদ্ধৃত হাদীস শরীফ উনার মধ্যে রয়েছে, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, ছোঁয়াচে রোগ বলে কিছু নেই। যেহেতু পবিত্র দ্বীন ইসলাম, উনার মধ্যে কোনো রোগকে ছোঁয়াচে রোগ বলে চিন্তা করতে নিষেধ করা হয়েছে, সুতরাং তথাকথিত করোনার অজুহাতে সুস্থ ও সামর্থ্যবান মুসলিমদের পবিত্র হজ্ব পালনের সুযোগ বন্ধ করা সম্পূর্ণই দ্বীন ইসলামপরিপন্থী। এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি সরকার এই বছর মুসলিমদেরকে একটি ফরজ ইবাদত পালনে বাধা দিচ্ছে। পবিত্র হারামাইন শরীফের খাদেম হিসেবে সৌদি কর্তৃপক্ষের দায়িত্ব হলো হাজীগণকে হজ্ব পালনে সহযোগিতা করা। সুস্থ ও সামর্থ্যবান মুসলিমদেরকে পবিত্র হজ্ব পালনে বাধা দেওয়ার কোনো অধিকার সৌদি সরকারের নেই।

স্মারকলিপিতে বাংলাদেশের মুসলিমদের পক্ষ থেকে সৌদি সরকারের উক্ত সিদ্ধান্তে তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে উক্ত সিদ্ধান্ত বাতিল করে বিশ্বের সকল সামর্থ্যবান মুসলিমের জন্য হজের সুযোগ দেওয়ার আহবান জানানো হয়।

লিংক- https://bisshobarta24.com/2020/06/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget